এডভোকেট মোঃ আতিকুর রহমান আতিক
“শিক্ষাই জাতির মেরুদন্ড”। তাই শিক্ষার ওপর ভিত্তি করেই রচিত হয় জাতিসত্তার কাঠামো। জ্ঞানের আলো, বিজ্ঞানের সত্যানুসন্ধান, মূল্যবোধের পরিচর্যা ও সুপ্ত প্রতিভার বিকাশ মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে উন্নীত করে। এসব মহত্ত্ব অর্জনের জন্য প্রয়োজন সুশিক্ষা। সুশিক্ষার জন্য প্রয়োজন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের। এসব দিক বিবেচনা করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষম সুযোগ্য নাগরিক সৃষ্টির লক্ষ্যে মহেশপুর উচ্চ বিদ্যালয় নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন সুদক্ষ প্রধান শিক্ষক ও দক্ষ শিক্ষকমন্ডলী। তাঁদের দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতার আলোকে মহেশপুরের সর্বস্তরের জনসাধারণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে সুযোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্ঠায় শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক বিশ্বে জ্ঞান ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও সুদক্ষ করে তুলবে।